Bartar Saradanoni Mission High School Recruitment 2021: পুরুলিয়া জেলার জয়পুর ব্লকে সারদামণি মিশন উচ্চবিদ্যালয় কিছু শিক্ষক এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। মোট চারটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক ছাড়াও দুটি নন টিচিং স্টাফও নিয়োগ করা হচ্ছে। স্কুলটি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের দ্বারা আংশিক পরিচালিত। বাংলা মিডিয়ামের যোগ্য ছাত্র ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে। নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Bartar Saradanoni Mission High School Recruitment 2021
নোটিশ নম্বর | K1-359 |
প্রতিষ্ঠানের নাম | BARTAR SARADAMONI MISSION [HIGH SCHOOL] |
যোগ্যতা | গ্রাজুয়েশন |
চাকরির স্থান | পুরুলিয়া |
পোষ্ট | ৬টি |
মোট শূন্যপদ | ৬টি |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (Assistant Teacher)
মোট ৪টি বিষয়ে নিয়োগ করা হচ্ছে – (১) অঙ্ক (২) জীবন বিজ্ঞান (৩) ভৌত বিজ্ঞান (৪) ইংলিশ
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, যে বিষয়ের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই বিষয়ে Honours-এর সঙ্গে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। সঙ্গে
- B.Ed ডিগ্রি থাকতে হবে।
- বেতন (Salary) – ১০,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৪টি
(২) হোটেল সুপারিনটেনডেন্ট (Hostel Superintendent [Male,Female])
শিক্ষাগত যোগ্যতা – যে কোনো শাখা নিয়ে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন (Salary) – ১০,০০০ টাকা,
শূন্যপদ (Vacancy) – ২টি
Age Limit (বয়সসীমা)
দুটি পদের জন্যই বয়সসীমা রাখা হয়েছে ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার মতোই SC/ST প্রার্থীরা ৫ বছরের ও OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবে।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফলাইন ফর্ম ফিলাপ করে অনলাইন ইমেইলের (Email) মাধ্যমে আবেদন করা যাবে। যে ইমেইলে (Email) আবেদন পত্র পাঠাতে হবে সেটি হল – Email: saradamissionprl@gmail.com
পরীক্ষার দিন যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- মাধ্যমিকের এডমিট কার্ড
- গ্রাজুয়েশনের রেজাল্ট
- ভোটার কার্ড অথবা আধার কার্ড
- কাস্ট সার্টিফিকেট
- B.Ed কোর্সের সার্টিফিকেট
- প্রার্থীর দুটি পাসপোর্ট ফটো
Application fees (আবেদন মূল্য) – ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। আবেদন মূল্য দিতে হবে একটি নির্দিষ্ট Bank Account-এ – BARTAR SARADAMONI MISSION, A/C No. 2263306864, IFSC: CBIN0282014, CENTRAL BANK OF INDIA, SINDRI CHASMORE BRANCH
Selection Process (নিয়োগ পদ্ধতি)
আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। ৯০ মিনিটের পরীক্ষাটিতে প্রশ্ন আসবে বাংলা এবং ইংলিশে। এই পরীক্ষাটির সিলেবাসটি নিচে আলোচনা করা হল-
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ০১.১১.২০২১ |
আবেদন শুরু | ০৮.১২.২০২১ |
আবেদন শেষ | ১৫.১২.২০২১ |
পরীক্ষার তারিখ | উল্লেখ নেই |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক) Bartar Saradanoni Mission High School Recruitment 2021
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | Download Here |
Official Website | Click Here |
Application Form | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।